443/C, khilgaon, Dhaka | EIIN : 134172

Welcome to Quality Education School & Collage

এ.কে.এম. ফেরদাউস খান

অধ্যক্ষ

কোয়ালিটি এডুকেশন কলেজ ঢাকা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত একটি কলেজ। যার কোড নম্বর : ১১০৩। কলেজটির অবস্থান ৪৩৪/সি, খিলগাঁও, চৌরাস্তা, ঢাকা-১২১৯। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির শক্ত হাতে হাল ধরেছেন বিশিষ্ট সমাজ সেবক, বুদ্ধিজীবী, খিলগাঁও শিক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জ. কবির আহমদ। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘদিন অধ্যক্ষের আসনে আসীন ছিলেন ঢাকা ও যশোর শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. আলী আসগর। যিনি বর্তমানে উপদেষ্টা হিসেবে কোয়ালিটি এডুকেশন কলেজের সাথে সুখে দুঃখে একাত্ব হয়ে আছেন। কোয়ালিটি এডুকেশন কলেজে রয়েছে বুদ্ধিদ্বীপ্ত ও শক্তিশালী পরিচালনা পর্ষদ। এখানে রয়েছে নৈতিক মানসম্পন্ন ও কর্মচঞ্চল নিবেদিত প্রাণ প্রভাষক/ প্রভাষিকামণ্ডলী। কলেজে রয়েছে একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা ও অ্যাকাডেমিক সুপারভিশন। ডায়েরির মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান কার্যকরি ও আনন্দদায়কভাবে পরিচালনা করা হয়।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ভাল ফলাফল করে সাফল্যের শীর্ষে ধাবিত হয়েছে। যা বিভিন্ন সালে এইচ.এস.সি পরীক্ষায় জি.পি.এ বৃদ্ধি এবং ঢাকা বোর্ডে ষষ্ঠ স্থান অধিকারের মাধ্যমে প্রতীয়মান হয়। তাই স্বল্প সময়ের ব্যবধানে এ কলেজ দেশের একটি শ্রেষ্ঠ মডেল প্রতিষ্ঠানের মানে উন্নীত হয়েছে বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটি ঈর্ষান্বিত ফল অর্জনে সক্ষম হবে।
কলেজের ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা যেমন: মগবাজার, মধুবাগ, চৌধুরীপাড়া, মালিবাগ, মৌচাক, শাহজাহানপুর, বাসাবো, মুগদা, মান্ডা, গোড়ান, মাদারটেক, নন্দীপাড়া, নাসিরাবাদ, শেখের জায়গা, যাত্রাবাড়ি, বাড্ডা, রামপুরা, বনশ্রী, সিপাহিবাগ, রিয়াজবাগ থেকে ব্যক্তিগত পরিবহন অথবা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে খুব সহজে কলেজ ক্যাম্পাসে যাতায়াত করা যায়।
অনেকে ভাল কলেজে অধ্যয়নের আশায় দূরদুরান্তে ভর্তি হয়। কিন্তু কিছুদিন পর বোধদয় হলেও পরবর্তীতে আর কিছু করার থাকে না। অর্থাৎ জ্যামের নগরিতে দূরের কলেজে ভর্তি হলে একজন শিক্ষার্থীর যেতে লাগে ২ ঘন্টা, আসতে লাগে ২ ঘন্টা এবং বিশ্রাম নিতে হয় ১ ঘন্টা। একজন শিক্ষার্থী যদি প্রতিদিন ৫ ঘন্টা রাস্তায় কাটিয়ে দেয়; তাহলে কিভাবে পড়ালেখা করে ভাল ফলাফল করবে; তা ভেবে দেখার বিষয়। তাই সার্বিক দিক বিবেচনা করে একজন শিক্ষার্থী কোয়ালিটি এডুকেশন কলেজে ভর্তি হলে অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে ভাল ফল অর্জন করে জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে একধাপ এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস ।
পরিশেষে বলা যায়, সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত এই কলেজটির পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দসহ সকল জনগোষ্ঠীর সহযোগিতায় মাথা উঁচু করে যুগ যুগ ধরে টিকে থাকবে ইনশাআল্লাহ্ ।