443/C, khilgaon, Dhaka | EIIN : 134172

Welcome to Quality Education School & Collage
Previous slide
Next slide

কবির আহমদ

সভাপতি,কোয়ালিটি এডুকেশন কলেজ

মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। তবে জন্মমাত্রই প্রতিটি মানুষ এ শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না। বস্তুত জ্ঞানের আলো, বিজ্ঞানের সত্যানুসন্ধান, মূল্যবোধের পরিচর্যা এবং সর্বোপরি সুপ্ত প্রতিভার বিকাশ মানুষকে এ শ্রেষ্ঠত্ব দান করে থাকে। আর এ সব মহত্ত্ব অর্জনের জন্য প্রয়োজন সুশিক্ষার। সুশিক্ষার জন্য প্রয়োজন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের। এই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিটি এডুকেশন কলেজ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সুযোগ্য নাগরিক সৃষ্টির ক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন কলেজ ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। কিন্তু সীমাহীন দারিদ্র্য, মূল্যবোধের অবক্ষয় আমাদের চোখ থেকে আশার দীপ্তি কেড়ে নিয়েছে, মন হতে কেড়ে নিয়েছে স্বস্তির আশ্বাস। এ অবস্থা হতে উত্তরণের একটাই উপায়- মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নৈতিক চেতনার স্ফূরণ ঘটানো । এক্ষেত্রে আমাদের প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হবে। পুথিগত বিদ্যার সাথে সাথে ব্যবহারিক

এ.কে.এম. ফেরদাউস খান

অধ্যক্ষ, কোয়ালিটি এডুকেশন কলেজ

কোয়ালিটি এডুকেশন কলেজ ঢাকা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত একটি কলেজ। যার কোড নম্বর : ১১০৩। কলেজটির অবস্থান ৪৩৪/সি, খিলগাঁও, চৌরাস্তা, ঢাকা-১২১৯। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির শক্ত হাতে হাল ধরেছেন বিশিষ্ট সমাজ সেবক, বুদ্ধিজীবী, খিলগাঁও শিক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান জ. কবির আহমদ। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘদিন অধ্যক্ষের আসনে আসীন ছিলেন ঢাকা ও যশোর শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. আলী আসগর। যিনি বর্তমানে উপদেষ্টা হিসেবে কোয়ালিটি এডুকেশন কলেজের সাথে সুখে দুঃখে একাত্ব হয়ে আছেন। কোয়ালিটি এডুকেশন কলেজে রয়েছে বুদ্ধিদ্বীপ্ত ও শক্তিশালী পরিচালনা পর্ষদ। এখানে রয়েছে নৈতিক মানসম্পন্ন ও কর্মচঞ্চল নিবেদিত প্রাণ প্রভাষক/ প্রভাষিকামণ্ডলী। কলেজে রয়েছে একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা ও অ্যাকাডেমিক সুপারভিশন। ডায়েরির মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান কার্যকরি ও আনন্দদায়কভাবে পরিচালনা করা হয়।

ABOUT THE INSTITUTE

বরং শিক্ষা পটভূমি: আমরা জানি যে, কোন জাতির উন্নতির জন্য যে সব উপাদান প্রয়োজন শিক্ষা তার সর্বাগ্রে। শিক্ষা প্রতিটি ব্যক্তির জন্য একটি আমৃত্যু অত্যাবশ্যকীয় উপকরণ। সময়ের সাথে জীবনকে তাল মিলিয়ে সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজন বাস্তবমুখী মানসম্পন্ন শিক্ষা। কোন জাতি উন্নত হবার পর তার শিক্ষা ব্যবস্থা উন্নত করে না ব্যবস্থা উন্নত করার মাধ্যমেই সে জাতি উন্নত হয়। উন্নত বিশ্ব একথাগুলো অনুধাবন করেই শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করছে এবং যথাসম্ভব সব কিছুই করছে। বিশ্ব পর্যায়ে আসতে হলে সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার ও আধুনিকীকরণ প্রয়োজন। কিন্তু এদেশের গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে।

কোয়ালিটি এডুকেশন কলেজ কর্তৃপক্ষ মনে করেন বাংলাদেশের বর্তমান সমস্যাভরা শিক্ষাব্যবস্থার অবকাঠামোর ভেতরে থেকেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থায় উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়। এজন্য থাকা প্রয়োজন মেধা, অভিজ্ঞতা, সাহস, সৃজনশীলতা ও চৌকস শিক্ষা ব্যবস্থাপনার কলা-কৌশল। বিনয়ের সাথে বলা যায় যে. এ সকল বিষয়ে কোয়ালিটি এডুকেশন কলেজের সন্তোষজনক প্রস্তুতি রয়েছে। যা ২০০৮ সালের এইচ. এস. সি. পরীক্ষায় সকল বিভাগে GPA-5 সহ ১০০% পাস, ২০০৯ সালের এইচ.এস.সি. পরীক্ষায় GPA-5 সহ ১০০% পাস এবং ঢাকা বোর্ডে ৬ষ্ঠ স্থান অধিকার ও ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ সালের এইচ,এস,সি, পরীক্ষায় ১০০% পাসসহ ঈর্ষনীয় ফলাফল এবং ২০২৫ সাল পর্যন্ত প্রায় শতভাগ পাসের মাধ্যমে প্রতীয়মান হয়। তাই স্বল্প সময়ের ব্যবধানে এ কলেজকে দেশের একটি শ্রেষ্ঠ মডেল প্রতিষ্ঠানের মানে উন্নীত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Institute Information

Institute Details​

Student Info

Teacher Info

Governing Body

Donor Member

Staff Info

Exam Result

Merit List

Fail List

Section Wise

Individual Result

Public Exam Result

Routine

Class Routine

Exam Routine

Online Class Routine

Academic Information

Syllabus

Assignment

Hand Book

Admission Form

Attendance

Hand Book

Fees Info

Seat Info

Event

Days
Hours
Minutes
Seconds

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart like mine.

TEACHERS
0
STUDENTS
0
Years of Experience
0

OPINIONS ABOUT US

Contact US

GET IN TOUCH!

+880 1716-061707

qualityschool200@gmail.com

443/C, khilgaon, Dhaka

Leave us a message