বরং শিক্ষা পটভূমি: আমরা জানি যে, কোন জাতির উন্নতির জন্য যে সব উপাদান প্রয়োজন শিক্ষা তার সর্বাগ্রে। শিক্ষা প্রতিটি ব্যক্তির জন্য একটি আমৃত্যু অত্যাবশ্যকীয় উপকরণ। সময়ের সাথে জীবনকে তাল মিলিয়ে সামনে এগিয়ে নিতে হলে প্রয়োজন বাস্তবমুখী মানসম্পন্ন শিক্ষা। কোন জাতি উন্নত হবার পর তার শিক্ষা ব্যবস্থা উন্নত করে না ব্যবস্থা উন্নত করার মাধ্যমেই সে জাতি উন্নত হয়। উন্নত বিশ্ব একথাগুলো অনুধাবন করেই শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করছে এবং যথাসম্ভব সব কিছুই করছে। বিশ্ব পর্যায়ে আসতে হলে সামগ্রিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার ও আধুনিকীকরণ প্রয়োজন। কিন্তু এদেশের গতানুগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে।
কোয়ালিটি এডুকেশন কলেজ কর্তৃপক্ষ মনে করেন বাংলাদেশের বর্তমান সমস্যাভরা শিক্ষাব্যবস্থার অবকাঠামোর ভেতরে থেকেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থায় উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়। এজন্য থাকা প্রয়োজন মেধা, অভিজ্ঞতা, সাহস, সৃজনশীলতা ও চৌকস শিক্ষা ব্যবস্থাপনার কলা-কৌশল। বিনয়ের সাথে বলা যায় যে. এ সকল বিষয়ে কোয়ালিটি এডুকেশন কলেজের সন্তোষজনক প্রস্তুতি রয়েছে। যা ২০০৮ সালের এইচ. এস. সি. পরীক্ষায় সকল বিভাগে GPA-5 সহ ১০০% পাস, ২০০৯ সালের এইচ.এস.সি. পরীক্ষায় GPA-5 সহ ১০০% পাস এবং ঢাকা বোর্ডে ৬ষ্ঠ স্থান অধিকার ও ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪ সালের এইচ,এস,সি, পরীক্ষায় ১০০% পাসসহ ঈর্ষনীয় ফলাফল এবং ২০২৫ সাল পর্যন্ত প্রায় শতভাগ পাসের মাধ্যমে প্রতীয়মান হয়। তাই স্বল্প সময়ের ব্যবধানে এ কলেজকে দেশের একটি শ্রেষ্ঠ মডেল প্রতিষ্ঠানের মানে উন্নীত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
কলেজের ভৌগোলিক অবস্থান: কলেজ ক্যাম্পাসে যাতায়াত সুবিধা শিক্ষার্থীদের শিক্ষামুখী করার ব্যাপারে মোক্ষম ভূমিকা পালন করে। কোয়ালিটি এডুকেশন কলেজ ক্যাম্পাস অনেক সুবিধাজনক অবস্থায় ঢাকার খিলগাঁও চৌরাস্তা সংলগ্ন শহীদ বাকী সড়কের পার্শ্বে অবস্থিত। এজন্য ঢাকার যে কোন স্থান থেকে ব্যক্তিগত পরিবহন অথবা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে যাতায়াতের সুবিধা রয়েছে।
কলেজ পরিচিতি: কোয়ালিটি এডুকেশন কলেজ বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আদর্শ কলেজ। বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও-এ কলেজটি অবস্থিত। খিলগাঁও চৌরাস্তা ও ফ্লাইওভারের মধ্যবর্তীস্থানে সুশৃঙ্খল পরিবেশে অবস্থিত এ কলেজটিতে প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যক্ষ ও বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. আলী আসগর। আর পরিচালনায় রয়েছেন বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। অত্যাধুনিক পাঠদান পদ্ধতি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুপরিসর ক্লাসরুম, ছাত্র-ছাত্রীর পৃথক ক্লাসের ব্যবস্থা এবং কর্তৃপক্ষের সুষ্ঠ পরিচালনায় কলেজটি কাঙ্ক্ষিত সাফল্য লাভে আশাবাদী
350 Decimals
120 Decimals
N/A
6,000 Sq. Ft.
30:1
89:1
Recognized
01 July, 1995
1106083101
01 July, 1995
01 July, 1995
Degree
Yes
Dhaka
Humanities, Science, Business Studies